মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বলয়ে অনুপ্রবেশের চেষ্টা। প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় এবার ডিরেক্টরেট জেনারেল অফ সিকিউরিটির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিবেক সহায়কে। সেই জায়গায় এই পদে দায়িত্ব দেওয়া হল সিনিয়র অফিসার পীযূষ পাণ্ডেকে। এতদিন পীযূষ পাণ্ডে কারেকশনাল সার্ভিসের এডিজি পদের দায়িত্বে ছিলেন। তবে এখন তাঁকে ডিরেক্টর জেনারেল অফ সিকিউরিটি পদে দায়িত্ব দেওয়া হল। এদিকে বিবেক সহায়কে রাজ্যের ডিজিপি পদে বদলি দেওয়া হল। বুধবারই রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা ঘোষণা করা হয়েছে।
বুধবার পুলিশের শীর্ষ পদস্থ পদে বেশকিছু রদবদল করা হয়েছে। নীরজ কুমার সিং রাজ্যের প্রশাসনিক এডিজি পদ থেকে পাঠানো হল হোম হোমগার্ড র্যাঙ্কের এডিজি পদে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকে ডিরেক্টর অফ সিকিউরিটি পদে নিয়ে আসা হয়। পাশাপাশি আর. রাজাশেখরনের দায়িত্ব বাড়ানো হয়। অন্যদিকে, ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে নিয়ে আসা হয়েছে অজয় ঠাকুরকে। পাশাপাশি বদলি করা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজেশ যাদব এবং সি সুধাকরকে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে এক ব্যক্তি। সারারাত মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরেই বসে থাকে সে। পরদিন ওই ব্যক্তিকে ধরে ফেলে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীরা। এরপরই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নড়েচড়ে বসে প্রসাশন।