আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি

স্তব্ধ বিশ্বের একাধিক ওয়েবসাইট

ইন্টারনেট সমস্যার জেরে ধাক্কা খেল একের পর এক ওয়েবসাইট। বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটগুলির পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়া, সরকারি ওয়েবসাইট থেকে খবরর ওয়েবসাইট খুলছেই না। আমেরিকান ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডারে সমস্যার জেরেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে। যে সব ওয়েবসাইট ‘ডাউন’ হয়ে গিয়েছে সেই তালিকায় রয়েছে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, রেডিট, ফিনান্সিয়াল টাইমস। আমাজনের ওয়েবসাইটও খুলছে না।

ওয়েবসাইট খুললেই তা ৫০৩ আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। যার অর্থ হল গ্রাহকদের পছন্দমত পেজ খুলতে পারছে না ওই ওয়েবসাইট। সাধারণত ওভারলোডিংয়ের জন্যই এমনটা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এর ফলে ই–কমার্স সংস্থা আমাজনের ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছে। প্রায় ২১ হাজার রেডিট ব্যবহারকারীও ওয়েবসাইট খুলতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন।
‘ফাস্টলি’ নামে ওই ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডার জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে এই তথ্য। এই সংস্থা যে সব ওয়েবসাইটকে পরিষেবা দেয়, সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। একাধিক মিডিয়ার ওয়েবসাইটও ডাউন হয়ে গিয়েছে।