Net service has been shut down in 11 police station areas of Hughli including Chandannagar and Srirampur. The Hooghly district administration has decided to shut down internet services in Chandannagar and Srirampur sub-divisions from 12 noon on Tuesday to curb fake news and rumors on social media. This instruction will be effective till May 16. Cable TV and Dish TV services will also be closed.
জেলা

হুগলি জুড়ে স্তব্ধ ইন্টারনেট পরিষেবা

করোনার প্রাদুর্ভাব এই জেলায় সব থেকে বেশি। কিছুদিন আগেই এখানকার বিভিন্ন বাজার সরিয়ে দেওয়া হয়েছে। চন্দননগর, শ্রীরামপুর–সহ হুগলির ১১টি থানা এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে নেট পরিষেবা। ভুয়ো খবর এবং সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে মঙ্গলবার রাত ১২টা থেকে চন্দননগর এবং শ্রীরামপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হুগলি জেলা প্রশাসন। আগামী ১৭ মে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই নির্দেশিকা জারি করেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও।
স্থানীয় সূত্রে খবর, ভদ্রেশ্বরের তাঁতিপাড়া, সেগুনবাগান, তেলেনিপাড়া এলাকা জুড়ে বিক্ষিপ্ত অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করা হচ্ছে। ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী, আঞ্চলিক হিংসা রুখতেই এই পদক্ষেপ প্রশাসনের। করোনার জেরে এমনিতেই এলাকায় আতঙ্ক রয়েছে। তার মধ্যে পরিযায়ী শ্রমিকরা এখানে হাজির হয়েছে। তা নিয়ে অশান্তি চরমে উঠেছে।
এখন দেখার কোন কোন অঞ্চলে বন্ধ নেট পরিষেবা? প্রশাসনিক সূত্রে খবর, চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, শ্রীরামপুর, রিষড়া, ডানকুনি, উত্তরপাড়া, চাঁদিতলা এবং জঙ্গিপাড়ায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। ব্রডব্যান্ডের কেবিল নেট, ভোডাফোন, বিএসএনএল, এয়ারটেল, আইডিয়া, জিও–র নেট পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে কেবিল টিভি এবং ডিশ টিভির পরিষেবাও।