কলকাতায় প্রথমবার আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক সংগীত উৎসব। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালের কথা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে একের পর এক উৎসব। দুর্গাপুজো, কালীপুজোর পর ছটপুজো জগদ্ধাত্রী পুজো রয়েছে। পরের মাসে রয়েছে বড়দিন ও বর্ষবরণের উৎসব। নতুন বছরের শুরুতে রাজ্যবাসীকে উৎসবে মাতিয়ে রাখতে জানুয়ারির ৭ তারিখ থেকেই শুরু হয়ে যাবে ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। ত এরপর ৩১ জানুয়ারি শুরু বইমেলা। করোনার বাড়বাড়ন্তের কারণে প্রায় ২বছর পর বইমেলায় ভিড় করবে বইপ্রেমীরা। আর এবার এর সঙ্গে যুক্ত হল আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল।
জানা গিয়েছে, এই শীতেই প্রথমবার রেড রোডে অনুষ্ঠিত হবে এই বিশেষ উৎসব। এই উৎসবে অংশ গ্রহণ করতে পারবেন দেশ-বিদেশের সংগীত শিল্পীরাও। এই উৎসবের জন্য শীতকালে ফের রঙিন হয়ে উঠবে শহর।