ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে যোগ দিলেন অলিম্পিয়ান এবং আন্তর্জাতিক পদক বিজয়ী খেলোয়াড়রা। খেলোয়াড়দের মধ্যে আছেন কমনওয়েলথ স্বর্ণপদক বিজয়ী ও অলিম্পিয়ান কৃষ্ণা পুনিয়া, অলিম্পিয়ান শুটার দিব্যাংশ সিং পারমার, এশিয়ান গোল্ড মেডেলিস্ট ও অলিম্পিয়ান ভূপিন্দর সিং, অলিম্পিয়ান রেস ওয়াকার সপনা পুনিয়া, অলিম্পিয়ান তীরন্দাজ শ্যাম লাল, অলিম্পিয়ান তীরন্দাজ ধুলচাঁদ দামোর, এশিয়ান গোল্ড মেডেলিস্ট সুমিত্রা, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেটিক্স কোচ এবং প্রাক্তন আন্তর্জাতিক হ্যামার থ্রোয়ার বীরেন্দ্র পুনিয়া, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ হীরানন্দ কাটারিয়া এবং যোগে বিশ্ব রেকর্ডধারী, যোগী রামরাস রামস্নেহী প্রমুখরা যোগ দিয়েছিলেন। ফলে কিছুদিন ঝিমিয়ে থাকা কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ফের চাঙ্গা হলো। যা চিন্তায় ফেলেছে বিজেপি শিবিরকে। এই যাত্রায় খেলোয়াড়রা ৫ কিলোমিটারের বেশি হেঁটেছেন বলেই জানা গেছে।
গতকালই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির সঙ্গে পা মিলিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। রাজস্থানের রাজস্থানের সওয়াই মাধোপুরে এই যাত্রায় যোগ দেন তিনি। ভারত জোড়ো যাত্রায় রাজনের অংশ নেওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাঁটতে হাঁটতে শীর্ষ কংগ্রেস নেতার সঙ্গে কোনও বিষয়ে আলাপচারি রাজন। যদিও এই ভিডিও ভাইরাল হতেই তীব্র কটাক্ষ বিজেপির।