মর্মান্তিক বললেও যেন কম বলা হয়! কলকাতা-ওড়িশাগামী চলন্ত বাসে আগুন। ভয়াবহ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মাদপুরে।
সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার বিকেলে কলকাতা থেকে ওড়িশার উদ্দেশে যাচ্ছিল বাসটি। খড়্গপুরের মাদপুরে পৌঁছতেই বাসটিতে আচমকা আগুন লেগে যায়। জাতীয় সড়কের ওপর দাউদাউ করে বাসটি জ্বলতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ বহু যাত্রী। এখনও পর্যন্ত একটি শিশু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একাধিক মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
ভয়াবহ এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন খড়্গপুর লোকাল থানার পুলিশ এবং দমকল আধিকারিকরা। তবে জাতীয় সড়কে কীভাবে বাসে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইঞ্জিনে গোলযোগের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান করছে দমকল।