বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রসেসর আনছে ইন্টেল

ইন্টেলের নতুন ঘোষণা। বিশাল বড় চমক অপেক্ষা করছে সকলের জন্য। কি ঘোষণা করল ইন্টেল। পেশাদার গেমারদের জন্য নতুন একটি প্রসেসর আনার ঘোষণা করেছে ইন্টেল। যা বাজারে আসতে চলেছে ৫ এপ্রিল। ‘স্পেশাল এডিশন’ সিপিইউটির মডেল ‘কোর আই৯-১২৯০০কেএস’। ইন্টেলের দাবি, এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রসেসর এটাই। এতে রয়েছে ১৬ কোর, যার মধ্যে আটটি পারফরম্যান্স কোর ও আটটি ইফিশিয়েন্ট কোর।

৫.২ গিগাহার্জ থেকে ক্লক স্পিড বাড়ানো হয়েছে ৫.৫ গিগাহার্জ পর্যন্ত। কোর আই ৯-১২৯০০ কেএসের দাম হবে ৬৩ হাজার ৫৫৪ টাকা।

চলতি মাসেই ‘রাইজেন৭ ৫৮০০এক্সথ্রিডি’ প্রসেসর নিয়ে আসে ইন্টেলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি। তাদেরও দাবি, সেটাই নাকি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গেমিং সিপিইউ। ৪.৫ গিগাহার্জ ক্লক স্পিড সম্পন্ন প্রসেসরটির দাম ৩৮ হাজার ৬১৪ টাকা। যা বাজারে আসবে ২০ এপ্রিল।

ইন্টেল, নাকি এএমডি—কাদের প্রসেসর সেরা সেটা জানতে বেঞ্চমার্ক পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করতে হবে। দুটি প্রসেসরের তুলনামূলক পরীক্ষা হলে তার পরই জানা যাবে কোন কোম্পানির প্রসেসর বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন।