রাজ্য লিড নিউজ

নিজাম প্যালেসের পরিবর্তে ফের এসএসকেএমে অনুব্রত

আজ অনুব্রতর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা। কিন্তু নিজাম প্যালেস এর পরিবর্তে তিনি হাজির হলেন এসএসকেএম হাসপাতালে। আচমকা অসুস্থ হয়ে পড়ায় আজও সিবিআই এর দপ্তরে পৌঁছতে পারলেন না বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।

বুধবার চিনার পার্কের বাড়ি থেকে নির্দিষ্ট সময়েই বের হন তিনি। নিজাম প্যালেসে হাজিরা দিতে যাবেন তাই সেখানে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। উপস্থিত হয় গোয়েন্দাদের একটি বিশেষ দল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। আচমকাই অনুব্রতর গাড়ির পথ বদল করে বেলা সাড়ে এগারোটা নাগাদ এসএসকেএমে পৌঁছয়।

সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই বুকে ও পেটে কিছু সমস্যা এবং অস্বস্তি বোধ করায় হাসপাতালে আসেন। জানা গেছে, উডবার্ন ব্লকের সাড়ে বারো নম্বর কেবিনে ভর্তি হন অনুব্রত। পরে তাঁকে ২১১ নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসা চলছে। এদিকে, অনুব্রতর অসুস্থতার কথা মাথায় রেখে চিকিৎসকদের বিশেষ দল প্রস্তুত রাখা ছিল নিজাম প্যালেসে। তবে অনুব্রত সোজা চলে যান এসএসকেএমে। তবে অনুব্রতর পরিবর্তে নিজাম প্যালেসে পৌঁছেছেন তাঁর আইনজীবীরা।

সূত্রের খবর, অনুব্রতর আইনজীবীরা সময় চাইতে পারেন হাজিরার জন্য। এদিকে সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরনোর আগে ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে কথা বলেন অনুব্রত। জানা গেছে, মঙ্গলবার সন্ধেয় কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল। চিনার পার্কের বাড়িতে রাত কাটান। প্রসঙ্গত গরুপাচার কাণ্ডে পঞ্চমবার তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এর আগে চারবার নানান অজুহাতে এড়িয়ে গিয়েছেন হাজিরা। আজও তিনি হাজিরার পরিবর্তে ভর্তি হলেন এসএসকেএম-এ।