ব্রেকিং নিউজ রাজ্য

শুরু যাদবপুরে সিসিটিভি বসানোর কাজ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। তদন্ত যতই এগোচ্ছে ততই যেন ঘনীভূতে হচ্ছে রহস্য। ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে শনিবার থেকেই শুরু হল যাদবপুরে সিসিটিভি বসানোর কাজ।

ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে সদস্যদের ১০ জনের টিম এসে ক্যামেরা বসানোর কাজ শুরু করেছেন। জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ৩ ধরণের মোট ২৯টি ক্যামেরা লাগানো হচ্ছে। যার মধ্যে রয়েছে অটোমেটিক নম্বর প্লেট রিকগনেশন ক্যামেরা। এই ক্যামেরা বসছে মোট ৬টি। এই ক্যামেরা দিয়ে ক্যাম্পাসে যে সমস্ত গাড়ি আসবে ও বেরোবে সেগুলির নম্বর প্লেট ক্যাপচার হবে,মানুষ জন কে ক্যাপচার করবে। ক্যামেরার মধ্যে থাকা সফটওয়্যার ওই নম্বরটি পাঠিয়ে দেবে ডেটাবেসে। সেখানে নম্বরটি সেভ হবে।

এছাড়াও বসছে বুলেট ক্যামেরা। এই ক্যামেরা বসছে মোট ২১টি। এগুলি বসবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের সমস্ত গেটে। আর একটি ক্যামেরা থাকবে সার্ভার রুমে। যেখানে ক্যামেরাগুলি পরিচালিত হবে। দুর্গাপুজোর আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।