দেশ ব্রেকিং নিউজ

অনাথ শিশুদের জন্য কেন্দ্রীয় সরকারের অভিনব উদ্যোগ

করোনা কেড়ে নিয়েছে অনেক বাবা-মায়ের প্রাণ, অনাথ হয়ে গিয়েছে অনেক শিশু। এবার সেই অনাথ শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। দেশে এমন অনেক ঘটনার রিপোর্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, করোনার কারণে পরিবারের প্রত্যেকেই মারা গিয়েছে ফলে অনেক শিশু অনাথ হয়ে গিয়েছে।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ট্যুইট করে জানিয়েছে, কর্মচারী পেনশন স্কিম (ইপিএস) এর অধীনে এই ধরনের অনাথ শিশুদের জন্য আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। তবে, এই সুবিধাটি সেই সব অনাথ শিশুরা পাবে যাদের বাবা-মা হয় বেতনভোগী বা ইপিএস সদস্য ছিলেন।

পেনশনের জন্য অনাথ শিশুদের কর্মচারীদের পেনশন স্কিম ইপিএস-৯৫ (EPS-95) এর অধীনে প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক।

অনাথ শিশুদের পেনশনের পরিমাণ হবে মাসিক বিধবা পেনশনের ৭৫ শতাংশ। এই পরিমাণ প্রতি মাসে কমপক্ষে ৭৫০ টাকা হবে। পরিবার প্রতি দু’জন অনাথ শিশু প্রতি মাসে ৭৫০ টাকা পেনশন পেতে পারে।
অনাথ শিশুদের ২৫ বছর বয়স পর্যন্ত পেনশন দেওয়া হবে। তবে শিশুরা যদি কোনও অক্ষমতায় ভোগে সেক্ষেত্রে তাদের আজীবন পেনশন দেওয়া হবে।