আজ ভোরবেলা দক্ষিণ শহরতলির রিজেন্ট পার্ক এলাকায় চলল গুলি। সূত্রের খবর মারফত জানা গিয়েছে ঘটনায় আহত হয়েছেন ২ জন। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত সন্দেহে ভিক্টর ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ভিক্টরের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে ।
শীতের ভোরে আচমকা গুলির শব্দে ঘুম ভেঙে যায় রিজেন্ট পার্ক থানা এলাকার দক্ষিণ আনন্দপল্লির বাসিন্দাদের। অভিজিৎ মল্লিক এবং পঙ্কজ সাহা নামে দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় ধৃত ভিক্টর এবং তার আরেক সঙ্গী। অভিজিতের পেটে গুলি লাগে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে পঙ্কজের পেট এবং উরু জখম হয়। তাঁদের চিৎকার শুনে দ্রুত প্রতিবেশীরাই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসএকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানকার ট্রমা কেয়ার সেন্টার দু’জনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে একজন এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত। তাঁর উপর হামলা মেনে নিতে পারছেন না স্থানীয়রা। জানা গিয়েছে, মাস তিনেক আগেও একবার পঙ্কজবাবুর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। এরপর আজকের গুলি কাণ্ড।
রিজেন্ট পার্ক এলাকায় ভোররাতে বচসার জেরে ২ ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় মূল অভিযুক্ত ভিক্টর গ্রেপ্তার হলেও আরেক অভিযুক্ত পলাতক। তবে কি কারণে এমন ঘটনা ঘটল তার তদন্ত করছে পুলিশ। পাশাপাশি, পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এছাড়া এলাকায় বাড়তি নিরাপত্তা দিতে তৎপর রিজেন্ট পার্ক থানার পুলিশ।