ব্রেকিং নিউজ রাজ্য

ইঞ্জেকশন চুরি, নাম জড়াল তৃণমূল বিধায়কের

মেডিকেল কলেজ থেকে ইঞ্জেকশন চুরি। ভাইরাল হওয়া ভিডিও কথোপকথন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। নাম জড়াল এক তৃণমূল বিধায়কের। ১১লাখ টাকা মুল্যের ২৬টি ইঞ্জেকশন উধাও হয়ে গেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।লিখিত অভিযোগ দায়ের হয়েছে বউবাজার থানায়।

ভাইরাল হওয়া অডিও ক্লিপিং থেকে জানা যায় করোনা চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ২৬টি টসিলিজুমার ইঞ্জেকশন উধাও হয়ে গেছে মেডিকেল কলেজের স্টোর থেকে। গ্রিন বিল্ডিংয়ের সিসিইউ এর সিস্টার ইনচার্জ ও অন্য একটি বিভাগের সিস্টার ইনচার্জের মধ্যে এই কথোপকথনে জানা যায় তৃণমূল বিধায়ক নির্মল মাজির নির্দেশেই এই ইঞ্জেকশনগুলি কাউকে দেওয়া হয়েছে। যদিও এই ইঞ্জেকশনগুলি খোলা বাজারে পাওয়া যায় না। প্রয়োজন অনুযায়ী সারকারই এগুলি সাপ্লাই করে থাকেন বিভিন্ন হাসপাতালে। আইএনটিইউসি কর্মীরা আজ মেডিকেল কলেজের সুপারের কাছে অভিযোগ জানায়। হাসপাতালের সুপার বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে,অভিযোগ অত্যন্ত গুরুতর।’ এই বিষয়ে এসএসকেএম হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করানো সেই বিখ্যাত নির্মল মাজি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন,’কেউ আমার নাম করে ইঞ্জেকশন নিয়ে গেলে আমি কি করবো, ওই সময় আমি ইলেকশনে ব্যাস্ত ছিলাম। কিছু ডাক্তার আমার নামে বদনাম করার জন্য এই কাজ করেছে।’  অবশ্য ডাক্তারদের একাংশের মতে,’নির্মল মাজির নামে পরিকল্পনা করে বদনাম দেওয়ার দরকার হয় না। তাঁর সব কাজই বেয়াইনি ও অন্যায়, তিনি এটাতেই অভ্যস্ত।’