দীর্ঘ দু’বছর পর করোনা আতঙ্ক কাটিয়ে অবশেষে শুরু হল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। গত দু’বছর ছাত্র-ছাত্রীরা কখনো অনলাইনে আবার কখনো বাড়ি বসে পরীক্ষা দিয়েছে। যার ফলে হারিয়ে গিয়েছিল মাধ্যমিকের সেই পুরনো মেজাজ। কারণ একটাই করোনা আতঙ্ক। দু’বছর পর ফের মাধ্যমিক স্বমহিমায় হাজির। তাই পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে উদ্যোগ নিলেন বসিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর দিপঙ্কর ঘোষ।
এদিন সরলা বিদ্যাপীঠে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে ছাত্র-ছাত্রীদের মনোবলকে চাঙ্গা রাখতে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া থেকে শুরু করে জলের বোতল প্রদান ও পরীক্ষা দেওয়ার প্রধান অস্ত্র কলম তুলে দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে যদি কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে তার জন্য একটি মেডিকেল ক্যাম্প ও জরুরী পরিষেবার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। যেহেতু করোনা এখনো পুরোপুরি নির্মূল হয়নি তাই পরীক্ষার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হয়। এখনো নতুন পুরবোর্ড গঠন হয়নি, তথাপি দিপঙ্কর ঘোষ নিজের ওয়ার্ডের স্কুলের কাজে নেমে পড়েছেন। কাউন্সিলরের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা।