রাজ্য লিড নিউজ

Infosys Kolkata: বাংলার IT কর্মীদের জন্য সুসংবাদ, কলকাতায় অফিস খুলছে ইনফোসিস

এবার কলকাতাতেও জাঁকিয়ে বসবে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। চাকরির সুযোগ নিয়ে খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে ইনফোসিস। টুইটার বার্তায় বাংলার আইটি কর্মীদের জন্য এই সুখবর জানিয়েছে তারা।

দেড় বছর আগে রাজারহাটে প্রস্তাবিত তথ্যপ্রযুক্তি প্রকল্পের ভূমিপুজো করে ইনফোসিস। বুধবার টুইটে কলকাতায় আসার কথা নিশ্চিত করেছে এই তথ্য প্রযুক্তি সংস্থা। টুইটারে তারা বলেছে, “আমরা কলকাতায় আসছি। খুব তাড়াতাড়ি আমাদের অফিসে স্বাগত জানাব। চাকরির সুযোগের দিকে নজর রাখুন।”

প্রথম পর্যায়ে প্রায় ২০০ কোটি টাকা লগ্নি হতে পারে। বছর দশেক আগে রাজারহাটে (অ্যাকশন এরিয়া-৩) সংস্থাটি ৫০ একর জমি পেলেও কাজ শুরু হয়নি। গত ২-৩ বছর ধরেই কলকাতায় ইনফোসিস আসার খবর শোনা যাচ্ছিল। এই অফিস কবে থেকে খুলছে সেই বিষয়ে স্পষ্ট কোনও ঘোষণা করেনি সংস্থা। তবে এবার ইনফোসিস নিজেই সেই খবর নিশ্চিত করেছে।

রাজ্যে ইনফোসিস-এর বিনিয়োগ নিয়ে অনেক দিন ধরেই নানা টালবাহানা চলছিল। স্পেশ্যাল ইকোনমিক জোনের (সেজ) তকমা না পেলে ইনফোসিস এ রাজ্যে বিনিয়োগ করবে না বলে আগে ঘোষণা করে৷ রাজ্য সরকারও ইনফোসিসকে সেজের মর্যাদা দিতে রাজি ছিল না৷ এবার সেই সমস্যা মিটল।