মুক্তি পেয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের পোস্টার। আর সেই পোস্টার রিলিজের পর থেকেই দর্শকদের উৎসাহ অনেকটাই বেড়ে গিয়েছে। সিরিজের পোস্টারে সবথেকে বড় চমক হল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের লুক। মাথার চুল সব সাদা, চোখে চশমা, চামড়া কুঁচকে গিয়েছে। একেবারে বিধবা বৃদ্ধার বেশে শুভশ্রী। অভিনেত্রীর এই লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, আরও একটা মাস্টারপিস আসতে চলেছে। হইচইতে ওয়েব সিরিজে এই প্রথমবার অভিনয় করলেন শুভশ্রী। ওয়েব সিরিজটির পরিচালক দেবালয় ভট্টাচার্য।
ছবির গল্প সম্পর্কে জানা গিয়েছে, পর্দায় ইন্দুবালার ১৬ থেকে ৭৫ বছর বয়স দেখানো হবে। ১৬ বছরের ইন্দু হবেন পারিজাত চৌধুরী। আর ২৫ থেকে ৭৫ পর্যন্ত বয়সে দেখা যাবে শুভশ্রীকে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গের মেয়ে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। সংসার, সন্তানপালনের জন্যই ভাতের হোটেল খুলবেন ইন্দুবালা। তার জীবনের গল্পকেই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে।
দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য খুবই উৎসাহিত দর্শকরা। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর স্বামীর ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে দেখা যাবে সোহমকেও।
৫ বছর পূর্ণ করে ৬-এ পা দিল হইচই-এর ওয়েব প্ল্যাটফর্ম। সেই উপলক্ষে তাঁরা ২৫টি নতুন সিরিজ, সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছেন। সিরিজ, সিনেমার পোস্টারও রিলিজ করা হয়েছে। এবার সেই তালিকায় ব্যোমকেশ, ফেলুদা, একেনবাবুর পাশাপাশি জায়গা করে নিয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। জুলাই মাসেই কলকাতা ও বাংলাদেশে এই সিরিজের শুটিং শুরু হয়েছিল।
কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাসই সিরিজ হিসেবে নিয়ে আসছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে।