রাজনীতির জগতে ইন্দ্রপতন। যা দীপাবলির আলোর দিনে বিশাল বড় অন্ধকার। প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার কালীপুজোর সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
পুজোর পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। ২৪ অক্টোবর কিছু শারীরিক পরীক্ষার জন্য তিনি এসএসকেএম হাসপাতালে যান।সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি। উডবার্ন ওয়ার্ডে চিকিত্সা চলছিল বর্ষীয়ান এই নেতার। সুব্রতবাবুর সিওপিডির সমস্যা অনেক দিনের। পুজোর মধ্যে সেটাই আরও কিছুটা গুরুতর হয়ে ওঠে। ভর্তি হওয়ার কয়েকদিন পর সুব্রতবাবুকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছিল।
এদিন বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরে গেলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন বাংলার এই মন্ত্রী। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা বাংলার রাজনৈতিক মহল।