এবার ভারত–আমেরিকা স্পষ্ট জানিয়ে দিল পাকিস্তানকে আশ্বস্ত করতে হবে, তাদের অধীনে থাকা কোনও অংশেই কোনওরকম সন্ত্রাসবাদী কাজকর্ম চলছে না। এই ইস্যুতে দুই দেশ সোচ্চার হয়ে ওঠায় চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। ভারত–আমেরিকার সন্ত্রাস দমন কার্যকরী দলের যৌথ ১৭তম সভা থেকে এই কথা উঠে এল। দুই দেশই ইসলামাবাদের কাছে ২৬/১১ মুম্বই হামলা এবং পাঠানকোট হামলার চক্রীদের বিচারের সওয়াল করেছে। ৯ ও ১০ সেপ্টেম্বরের ভার্চুয়াল এই সভায় ভারতের হয়ে নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রকের সন্ত্রাস দমন বিভাগের সচিব মহাবীর সিংভি।
করোনা পরিস্থিতিকে মাথায় রেখে গত ৯–১০ সেপ্টেম্বর অনলাইনে এই বৈঠকে আয়োজিত হয়েছিল। কড়া নিন্দা করা হয় যে কোনও ধরনের ক্রস বর্ডার টেররিজমের। ভারতের পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের কাউন্টার টেররিজম বিভাগের যুগ্ম সচিব মহাবীর সিংভি এবং আমেরিকার তরফে ছিলেন স্টেট ডিপার্টমেন্ট কো–অর্ডিনেটর ফর কাউন্টার–টেররিজমের নাথান সেলস।
ইসলামবাদকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। ভারত–আমেরিকা দুই দেশের মধ্যেই সন্ত্রাসবাদ দমনের বিষয়ে বিভিন্ন তথ্য ও মত বিনিময় হয়েছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে এই সভায়। তবে সামনেই আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। ক্ষমতা বদল হলে, ফের কোনদিকে মোড় নেবে ভারত–মার্কিন সম্পর্ক তা নিয়ে সন্দিহান সবপক্ষই। বৈঠকে উঠে এসেছে আল–কায়দা, আইসিস, লস্কর–ই–তৈবা, জৈশ–ই–মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন ইস্যুও। এছাড়াও সন্ত্রাস বিরোধিতায় সুদূরপ্রসারী আলোচনা ও এই বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।