জেলা ব্রেকিং নিউজ

আদিবাসী সম্প্রদায়ের দোল উৎসব

সুন্দরবনে রায়মঙ্গলের পারে ধামসা, মাদল, নাচ গান ও আবৃত্তি লাঠি খেলার মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায় দোল উৎসব পালন করল। সুন্দরবনের ধামাখালি থেকে বাসন্তী হাইওয়ে ধামসা মাদল, লাঠি খেলার মধ্য দিয়ে দোল উৎসবের মাতোয়ারা হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি ব্লকের রামপুর দুর্গা মন্দিরের উদ্যোগে শুধুমাত্র প্রমিলা বাহিনী তারা একদিকে যেমন দোল উৎসবকে বরণ করে আদিবাসী সংস্কৃতি ধারাকে অব্যাহত রেখে, কবিতা-গান ও লাঠি খেলার মধ্য দিয়ে প্রভাতফেরী মধ্য দিয়ে দোল খেলায় মাতলেন, রায়মঙ্গল নদীর পাড়ে রামপুর বাজার সংলগ্ন মাঠে অভিনব ছবি উঠে আসলো।

সন্দেশখালি রামপুর সরবেড়িয়া বাসন্তী হাইওয়ে প্রায় ৫, কিলোমিটার রাস্তা দিয়ে প্রভাতফেরী মধ্য দিয়ে প্রথমে আনন্দ ভাগ করে নিলেন তারপরে ধামসা মাদল লাঠি কবিতা আবৃতি ছন্দে শুধু মহিলা আদিবাসী সম্প্রদায়ের মানুষ দোল উৎসব পালন করলেন দেখা গেল সেখানে আদিবাসী সংস্কৃতি কৃষ্টি সামনে রেখে তারা একে অপরের উপর রংবে রঙের আবির মাখিয়ে আলিঙ্গনের মধ্য দিয়ে উৎসবের মাতলেন।