খেলাধুলা ব্রেকিং নিউজ

গিনেসের পাতায় ভারী হচ্ছে ভারতের নাম! আরও এক নতুন রেকর্ডের পালক জুড়ল মুকুটে

আরও একটা নতুন রেকর্ড গড়ল ভারত। স্কেটিং এ নজির গড়ল মহারাষ্ট্রের এক তরুণী। চীনের পর ভারত এই সম্মান অর্জন করল। শুনলে অবাক লাগবে কিন্তু ভারত তা করে দেখিয়েছে। পর পর ২০টি বড় গাড়ি দাঁড়িয়ে আছে; আর তার নিচে মাটির সাথে সমান্তরাল হয়ে দ্রুততম স্কেটিংএর রেকর্ড গড়লেন দেশনা নাহা। যা কিনা ঠাঁয় পেয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড -এর পাতায়। ভারতের মুকুটে নয়া পালক যোগ হওয়ায় গর্বিত গোটা ভারতবাসী।

সম্প্রতি, মহারাষ্ট্রের সাত বছরের মেয়ে দেশনা নাহার এই লিম্ব স্কেটিং চমকে দিয়েছে গোটা বিশ্বকে। সাধারণ স্কেটিং এর তুলনায় লিম্ব স্কেটিং তুলনামুলক বেশি কষ্টকর। লিম্ব স্কেটিং এ গাড়ির নিচ দিয়ে যাবার সময় যাতে কোন সমস্যা না হয় তাঁর জন্য নিজের শরীরকে রাখতে হয় ফ্লেক্সিবেল। একজন জিমন্যাসটিক্স খেলয়ারের মত দক্ষতা সম্পন্ন হতে হয় একজন লিম্ব স্কেটিং খেলয়ারকেও। তবে দীর্ঘ প্রচেষ্টার পর এদিন জয়ী হন দেশনা। ৭ বছরের রেকর্ড ভেঙ্গে মাত্র ১৩.৭৪ সেকেন্ড সময়ে ২০ টি গাড়ীর নিচ থেকে স্কেটিং করে নয়া রেকর্ড গড়লেন ১৪ বছরের এই তরুণী।

দেশনা নাহার বাবা জানিয়েছেন, ছোট থেকেই স্কেটিং -এ ঝোঁক ছিল তাঁর কন্যার। তিনি জানান, গত ২ বছর ধরে স্কেটিংএর প্রশিক্ষণ চলছে তাঁর। তবে দীর্ঘ ৬ মাসের অক্লান্ত পরিশ্রমের পর গোটা দেশকে গর্বিত করল তাঁর স্কেটিংএর দক্ষতায়। ইতিমধ্যেই দেশনা ৪০ টি মেডেল ও ১৬ টি সার্টিফিকেটের অধিকারিনী। দেশনার এই সাফল্যে খুশি তাঁর পরিবার ও গোটা ভারতবাসী।