দেশ ব্রেকিং নিউজ

একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়, আজ বিজয় দিবস

আজ ১৬ই ডিসেম্বর। ঐতিহাসিক বিজয় দিবস। ১৯৭১-এর এই দিনেই মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানী হানাদার বাহিনী। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়ের স্মরণে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালিত হয়।

ভারতীয় সেনা প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করছে। এরাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বিজয় দিবস। দিনটি স্মরণে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি-ইন-সি রানা প্রতাপ কলিতা বিজয় স্মারকে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে এক সাংবাদিক বৈঠকে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন। জিওসি-ইন-সি বলেন, এবছর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ৬০ সদস্যের প্রতিনিধি দল এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৬ জন আধিকারিক কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বিজয় দিবস পালন উপলক্ষে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন ছাড়াও মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সৈনিকদের সঙ্গে কথোপকথন এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।