ফাইনালের ছাড়পত্র আগেই পেয়ে যাওয়ায় বিরাট কোহলি এবং প্রথম দলের চারজন বোলারকে বিশ্রাম দিয়ে খেলতে নেমে বাংলাদেশের কাছে ৬ রানে হেরে ধাক্কা খেল ভারত। ভারতের দ্বিতীয় বোলিং লাইন আপ যে যথেষ্ট শক্তিশালী নয় তার প্রমাণ মিলল বাংলাদেশের কাছে ধাক্কা খেয়ে।
এদিন বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় ভারত। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে করে আট উইকেটে ২৬৫ রান। পাল্টা ব্যাট করতে নেমে শুভমান গিল ছাড়া কেউ সুবিধা করতে পারছিলেন না। শুরুতেই ফেরেন রোহিত শর্মা। তিলক ভার্মাও বেশিক্ষন টেকেন নি। রাহুল ও ঈশান কিষান থিতু হওয়ার আগেই ফেরেন। সূর্যকুমার করেন ২৬ রান। শুভমান গিল একাই চেষ্টা চালাচ্ছিলেন। তিনি ১৩৩ বল খেলে ব্যক্তিগত ১২১ রান করে আউট হয়ে যান।এরপরে দুর্দান্ত একটা চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল। তিনি ৩৪ বলে ৪২ করে ফিরতেই ভারতের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়।