বাংলাদেশ

ভারতের পাশে পড়শি বাংলাদেশ

ভারত–বাংলাদেশের দ্বিপাক্ষিক মৈত্রী সম্পর্ক কোভিডের সঙ্গে মোকাবিলায় যে সহায়তা করছে, তা বলা যায়। সম্প্রতি ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে বাংলাদেশ। সোমবার থেকে আগামী দু’‌সপ্তাহ ভারতের সঙ্গে স্থলপথে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। তারও আগে টিকা নিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে মনোমালিন্যের খবর সামনে এসেছিল। ফলে মনে করা হচ্ছিল, দুই বন্ধুর মধ্যে সম্পর্কে মরচে ধরছে কিনা, তখনই ভারতের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করল শেখ হাসিনা সরকার।
বাংলাদেশ সরকার ভারতবাসীর জন্য জরুরি ভিত্তিতে ওষুধ–চিকিৎসার সরঞ্জাম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে রয়েছে ইনজেক্টেবল অ্যান্টি–ভাইরাল, ওরাল অ্যান্টি–ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট, ওষুধের প্রায় ১০,০০০ শিশি। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের সঙ্গে আগেই বিমানপথে যাবতীয় যোগাযোগ বন্ধ রেখেছিল বাংলাদেশ। সম্প্রতি স্থলপথেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। তবে, পণ্য পরিবহন স্থলবন্দর দিয়ে জারি রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতকে সংহতির বার্তা দিয়েছে। পাশাপাশি ভারতবাসীর প্রাণ বাঁচাতে যতটা সম্ভব সাহায্যের জন্য তারা প্রস্তুত বলেও জানিয়েছে। ইতিমধ্যেই ইতালি, ইরান, কুয়েত, ইন্দোনেশিয়া, ফ্রান্স, হংকং, ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রলিয়ার মতো দেশ ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে।