আন্তর্জাতিক

ভারতীয়দের এবার হলুদ তালিকায় রাখল ব্রিটেন

ভারতীয় যাত্রীদের লাল তালিকা থেকে হলুদ তালিকায় নিয়ে এল ব্রিটেন। যার অর্থ টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে এখন থেকে ভারতীয় যাত্রীদের হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে কাটাতে হবে না। তার পরিবর্তে বাড়ি বা নিজের পছন্দমতো জায়গায় ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১০ দিনের মধ্যে দু’বার করোনা পরীক্ষা করাতে হবে। দু’টি ফলই নেগেটিভ হলে ৮ দিনের মধ্যেই কোয়ারেন্টাইন পর্ব শেষ হতে পারে।

আগামী ১০ আগস্ট ভোর চারটে থেকে নতুন নিয়ম কার্যকর হবে। ফলে উপকৃত হবেন ব্রিটেনগামী বহু ভারতীয় পরিবার ও পড়ুয়া। এই ঘোষণার পরেই প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। ফলে হোটেলে কোয়ারেন্টাইন খরচ বাবদ প্রায় ২ হাজার ২৮৫ পাউন্ড খরচা কম হবে। করোনা পর্বে প্রায় দু’বছর কলকাতায় পরিবারের কাছে ফিরতে পারেননি প্রতাপ। তিনি বলেন, ‘ছেলেদের স্কুল বন্ধ। আমি এবার কলকাতায় গিয়ে তাদের সঙ্গে দেখা করতে পারব। তবে যাত্রা পথের করোনা সংক্রান্ত নিরাপত্তা নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছি।’‌

ব্রিটেনের পরিবহণ সচিব গ্রান্ট স্যাপস ট্যুইটে জানান, ‘ভারতের পাশাপাশি ইউএই, কাতার, বাহরিনকেও রেড তালিকা থেকে অ্যাম্বার তালিকায় নিয়ে যাওয়া হবে।’ যদিও সিরাম ইন্সটিটিউটের কোভিশিল্ডকে এখনও ছাড়পত্র দেয়নি ব্রিটেন। অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ বলে শীঘ্র এই টিকা প্রাপকরা সে দেশে যাওয়ার ছাড়পত্র পাবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু কোভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তা এখনও যাচ্ছে না। কারণ হু এখনও ওই টিকাকে ছাড়পত্র দেয়নি। ফলে কোভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না— এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।