এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। এবার মহিলা ক্রিকেটারেরা দেশকে সোনা এনে দিলেন। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের ফাইনালের ভারতের সোনা জয়ে বড় ভূমিকা বাংলার পেসার তিতাস সাধু। ফাইনালে একাই ৩ উইকেট নিয়ে দেশ তথা বাংলাকে গর্বিত করল চুঁচুড়ার তিতাস।
ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারত। রান বেশি না হওয়ায় দেশকে চ্যাম্পিয়ন করার দায়িত্বটা গিয়ে পড়ে বোলারদের উপর। জবাবে শ্রীলঙ্কার মেয়েরা করতে পেরেছেন ৯৭ রান। এশিয়া কাপে রোহিত শর্মার ভারত হারিয়েছিল শ্রীলঙ্কাকেই। এবারে বাজিমাত তিতাস, মান্ধানাদের।