হবু মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের প্রশাসনিক দলে ঠাঁই পেলেন ২০ জন ভারতীয় বংশোদ্ভূত। তার মধ্যে তিনজন নেতৃত্বে থাকবেন। আবার আমেরিকার কার্যনির্বাহী ডিফেন্স সেক্রেটারি ক্রিস মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হলেন ইন্দো–আমেরিকান কাশ্যপ প্রমোদ প্যাটেল। আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক ভারতীয়রা স্থান পেয়েছেন।
আগামীদিনে এঁরাই হবেন আমেরিকার জাতীয় ও বিদেশ সংক্রান্ত সরকারি নীতি নির্ধারক। প্রথমদিন থেকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে কাজ চালাতে সাহায্য করবেন। বিডেনের ঘনিষ্ঠ মহল বলছে, হস্তান্তরের আগে এত বৈচিত্র্যপূর্ণ এজেন্সি রিভিউ টিম আগে হয়নি।
সূত্রের খবর, এদের অন্যতম অরুণ মজুমদার এক বাঙালি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই প্রতিভাবান বঙ্গসন্তান বিডেনের ডিপার্টমেন্ট অফ এনার্জির রিভিউ টিমের দায়িত্বে। জাতীয় ড্রাগ কন্ট্রোল নীতির ক্ষেত্রে টিম লিডার রাহুল গুপ্তা। পার্সোনাল ম্যানেজমেন্ট দপ্তরের টিম লিডার কিরণ আহুজা। বিদেশ দপ্তরের রিভিউ টিমে আছেন পুনীত তলোয়ার, জাতীয় নিরাপত্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, দুই টিমে ঠাঁই পেয়েছেন পাভ সিং।
নিউ ইয়র্কে জন্ম নেওয়া কাশ্যপ প্যাটেলের শিকড় গুজরাটে। যদিও তাঁর মা তানজানিয়ার এবং বাবা উগান্ডার। ১৯৭০ সালে প্যাটেল পরিবার কানাডা থেকে যুক্তরাষ্ট্র পাড়ি দেয়। সাতের দশকের শেষদিকে তারা সংসার পাতে নিউ ইয়র্কের কুইন্স অঞ্চলে। পরের আট বছর তিনি ফ্লোরিডায় স্টেট পাবলিক ডিফেন্ডার এবং ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন। তারপর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বিচারবিভাগের আন্তর্জাতিক টেররিজম প্রসিকিউটর হিসেবে কাজ করেন সাড়ে তিন বছর।