ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১৩তম দিন আজ। বিধ্বস্ত ইউক্রেন। রুশ কামান আর ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ গোটা ইউক্রেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিভ, খারকিভ, ওডেসার মতো শহর। রাশিয়ার হামলা অব্যাহত। যুদ্ধের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ভারত ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এর মধ্যে এক আশ্চর্য খবর। ভারতের একজন ছাত্র ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।
তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা সৈনিকেশ রবিচন্দ্রন ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সৈনিকেশের বাবা-মা এটা জানতে পেরে গভীরভাবে দুঃখিত এবং তারা বিশ্বাস করতে পারছেন না যে তাদের ছেলে এই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছেন।সৈনিকেশের বাবা-মা জানান, তাদের ছেলে আগে থেকেই সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিল। তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের আবেদনও করেন কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।
২০১৮ সালে পড়াশোনার জন্য ইউক্রেনে যান সৈনিকেশ।খারকিভের জাতীয় মহাকাশ বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছিলেন তিনি। ২০২২ সালের জুলাই মাসে তার পড়াশোনা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইউক্রেনে রাশিয়ার হামলার পর তার বাড়ি থেকে সৈনিকেশ রবিচন্দ্রনের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভারত সরকার ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে নিতে অপারেশন গঙ্গা শুরু করে, কিন্তু সৈনিকেশ সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি বা তিনি ফিরে আসেননি। ছেলের সম্পর্কে জানতে তার বাবা-মা ইউক্রেনে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করলে জানতে পারে সৈনিকেশ এখন ইউক্রেনের সেনাবাহিনীর অংশ।