আগেও উঠেছিল এমন অভিযোগ। এবার জানা গেল চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন দেশীয় সংস্থা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সুইস ব্যাঙ্কে কোটি কোটি টাকা রেখেছেন ভারতীয়রা। এবার এই তথ্য এল প্রকাশ্যে। ১৩ বছরের মধ্যে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অর্থের পরিমাণ বেড়েছে রেকর্ড হারে। এখানে বহু বিখ্যাতদের টাকা রয়েছে বলেও খবর।
জানা গিয়েছে, সুইস ব্যাঙ্কে ২০২০ সালে ভারতীয়দের নগদের পরিমাণ বেড়েছে ২০ হাজার ৭০০ টাকারও বেশি। এই ভারতীয়রা কারা? তা গোপনীয়তার স্বার্থে জানানো হয়নি। তবে তা সুরক্ষা ও নির্দিষ্ট খাতে অর্থের শ্রীবৃদ্ধি ঘটেছে। ২০১৮ সালের শেষে সুইস ব্যাঙ্কে ভারতীয় ক্লায়েন্টদের মোট তহবিলের বৃদ্ধি হয়েছিল প্রায় ৬ হাজার ৬২৫ কোটি।
সূত্রের খবর, তার পরের দু’বছর সেই বৃদ্ধি কমে বেশ কিছুটা। এরপর ২০২০ সালে রেকর্ড বৃদ্ধি হয়েছে। বিভিন্ন ট্রাস্ট, বন্ড, সিকিউরিটি মানি বাবদ প্রচুর মোটা অঙ্কের অর্থ জমা পড়েছে সেখানে। কাস্টমার অ্যাকাউন্টস জিপোসিটের তথ্য থেকে জানা গিয়েছে, নগদ সঞ্চয়ের পরিমাণ কিন্তু কমেছে। অন্যান্য দেশের থেকে ভারতীয়দের থেকেই বেশি অর্থ এসেছে সুইস ব্যাঙ্কে।
উল্লেখ্য, সুইস ব্যাঙ্কে কালো টাকার বিষয়ে যদিও ভারতে বসে তার তথ্য, পরিসংখ্যান হিসেব করা সম্ভব নয়।
এনআরআই বা অন্যরা যে পরিমাণ অর্থ সুইস ব্যাঙ্কে জমা রাখে তা এদেশের সম্পত্তি হিসেবে ধরা হয় না। যেহেতু ভারতীয় গ্রাহকদের প্রতি সুইসজারল্যান্ডের এই ব্যাঙ্ক সম্পূর্ণ দায়বদ্ধ তাই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ও আমানত কখনই প্রকাশ্যে আনা হয় না।