দেশজুড়ে কিছুটা হলেও কমেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য লকডাউন শিথিল করার পথে হাঁটছে। পিছিয়ে নেই ভারতীয় রেলও। বিগত কয়েকদিনে রেল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চালু করেছে। আগামী সোমবার থেকে আরও ১৭০টি দূরপাল্লার স্পেশাল ট্রেন চালু করার কথা জানিয়ে দিল ভারতের বৃহত্তম গণপরিবহণ সংস্থা।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দেওয়ার জন্য বহু ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল রেল কর্তৃপক্ষ। পরিস্থিতি কিছুটা উন্নতি হতেই সংশ্লিষ্ট রাজ্যের পরামর্শ নিয়ে পুনরায় কিছু ট্রেন চালু করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ২১ জুন, সোমবারের মধ্যে দূরপাল্লার ১৭০টি ট্রেনের পরিষেবা শুরু হবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আরও জানিয়েছেন, ধাপে ধাপে দূরপাল্লার ট্রেন পরিষেবা স্বাভাবিক করার উপরে জোর দিচ্ছে রেল। যাত্রীদের চাহিদার ভিত্তিতে ট্রেন পরিষেবা বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, দূরপাল্লার ওই সব ট্রেন ছাড়াও ৩৪টি ইন্টারসিটি এক্সপ্রেস পুনরায় চালু করার বিষয়ে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে রেল বোর্ড। তবে সব ক্ষেত্রেই রেলের বিধিনিষেধে মেনে এবং সংশ্লিষ্ট রাজ্যের করোনাবিধি মেনেই ট্রেনে চড়তে পারবেন যাত্রীরা। এখন সবই স্পেশাল ট্রেন চলছে। তবে কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেয়নি রেলমন্ত্রক।