সম্প্রতি দেশের ১৬টি রেল জোনে প্রায় ১২ হাজার পদ ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল বোর্ড। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। প্রতিবাদের ঝড় উঠেছে রেলের কর্মচারী সংগঠনগুলিতে। এই পরিস্থিতিতে পদ বিলুপ্তি নিয়ে সাফাই দিল ভারতীয় রেল। তাঁদের দাবি, এই পদগুলি না থাকলেও রেলের কাজে কোনও প্রভাব পড়বে না।
রেল কর্তাদের একাংশের ব্যাখ্যা, প্রায় সব বিভাগেই প্রয়োজনের তুলনায় অফিসার ও স্টাফের সংখ্যা বেশি। পাশাপাশি বর্তমানে রেখে প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে, তাই অনেক পদের প্রয়োজনীয়তা কমেছে। তাই সেই সমস্ত পদগুলি কমাতেই বিভিন্ন জোনগুলিকে নির্দেশ দিয়েছিল রেল বোর্ড। বিভিন্ন রেল জোন গুলিকে বলা হয়েছে অপ্রয়োজনীয় পদের হিসেব জমা দিতে। সেই সঙ্গে এই পদগুলি কমিয়ে দিলে রেলের কত টাকা সাশ্রয় হবে সেটাও জানাতে বলা হয়েছে। রেলের কর্তাদের দাবি, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে কারও কাজ হারানোর আশঙ্কা নেই। এবার পুরনো পদগুলির বদলে নতুন পদ পুনর্গঠন করা হবে।
যদিও রেলের কর্মচারী সংগঠনগুলি দাবি করছে উল্টোটাই। তাদের বক্তব্য, যেভাবে লক্ষ্যমাত্রা বেঁধে পদ কমাতে বলা হয়েছে, তাতে অন্য উদ্দেশ্যের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু রেলের শীর্ষ কর্তাদের দাবি, বর্তমানে বিভিন্ন উন্নত প্রযুক্তি, স্বয়ংসম্পূর্ণ যন্ত্রপাতি এবং কম্পিউটারের ব্যবহার রেলের বিভিন্ন দফতরে কর্মী উদ্বৃত্ত হয়ে পড়েছে। যদিও বহুদিন ধরেই বেশিরভাগ শূন্যপদে নিয়োগ হয়নি। ফলে এই অতিরিক্ত পদ বিলোপ হলে কারোর কাজ হারানোর আশঙ্কা অমূলক।
You must be logged in to post a comment.