দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তারপরও আনলক ওয়ানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সামাল দিতে না পেরে আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। এমনই উদাহরণ দেখা গেল এবার। ভারতীয় মুসলমানরা এই বছর সৌদি আরবের হজে যাবেন না বলে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ফলে অনেকে পরিকল্পনা করে থাকলেও তা ভেস্তে গেল। করোনার অজুহাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হল বলেও মনে করছেন অনেকে।
মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনা মহামারির প্রেক্ষিতে এই বছর ভারতীয় তীর্থযাত্রীদের পাঠানো হবে না। তার আগে সৌদির পক্ষেও জানানো হয়েছে, করোনা সংক্রমণ রয়েছে, এমন দেশগুলি থেকে তীর্থযাত্রীদের পাঠানো উচিত নয়।’
এদিকে সৌদি আরবের হজ এবং উমরাহমন্ত্রী মহম্মদ সালেহ বিন তাহের বেন্টেন সোমবার রাতে টেলিফোনে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। সেই প্রসঙ্গ তুলে নকভি জানান, করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ ভারত থেকে ২০২০ সালের হজ পালনের তীর্থযাত্রীদের না পাঠানোর পরামর্শ দিয়েছেন। সৌদি সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, জনস্বাস্থ্যের দিক থেকে নিরাপদ পদ্ধতি অবলম্বন করে হজ পালনের বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত সোমবার সৌদি আরব জানিয়েছে, করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে আন্তর্জাতিক তীর্থযাত্রীদের এই বছর ইসলামিক তীর্থস্থানে আসতে নিষেধ করা হচ্ছে। বর্তমানে দেশে বাস করা খুব সীমিত সংখ্যক মানুষই এবারের হজে অংশ নিতে পারেন।