ডোনাল্ড ট্রাম্পের দেশে নিরাপত্তা নেই। তা না হলে প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হতে হয় ভারতীয় বংশোদ্ভূত বাঙালি গবেষককে। এই ঘটনায় জোর শোরগোল পড়ে গিয়েছে। অনেক বছর ধরেই টেক্সাসের বাসিন্দা শর্মিষ্ঠা সেন। ১ আগস্ট স্থানীয় একটি পার্কে তিনি জগিং করছিলেন, তখনই তাঁকে কুপিয়ে খুন করে দুষ্কৃতিরা। শর্মিষ্ঠার দুই ছেলে রয়েছে। টেক্সাসেই তিনি মলিকিউলার বায়োলজির উপর গবেষণা করতেন।
জানা গিয়েছে, তিনি ক্যান্সার আক্রান্তদের নিয়ে কাজ করতেন। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু কেন তাঁকে খুন করা হল তা এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি ট্রাম্পের পুলিশ প্রশাসন। যে দুষ্কৃতিরা তাঁকে খুন করেছে তারাই স্থানীয় একটি বাড়িতে ঢুকে হামলা চালায় বলে খবর। ইদানিং এই ধরণের ঘটনা বেড়েছে টেক্সাসে। শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্য নিয়েই খুন করছে দুষ্কৃতিরা।
তবে এই গ্যাংকে আটক করার নির্দেশ দিয়েছে টেক্সাস পুলিশ। ফিটনেস ফ্রিক শর্মিষ্ঠা প্রত্যেকদিন ছেলেরা ঘুম থেকে ওঠার আগেই জগিং করতে আসতেন এই পার্কে। ঘটনায় শোকের ছায়া শর্মিষ্ঠার পরিবারে। সূত্রের খবর, কিছুদিন ধরেই গবেষণা সংক্রান্ত বিষয় নিয়ে শর্মিষ্ঠার সঙ্গে সমস্যা হচ্ছিল এক ব্যক্তির। তার জেরেই খুন কিনা এখনও বোঝা যাচ্ছে না। এদিন পার্কের মধ্যেই একটি স্মরণসভার আয়োজন করেন প্রতিবেশীরা। এই নৃশংস খুন ভাবাচ্ছে তাঁদের। এছাড়াও শর্মিষ্ঠাকে ওই অঞ্চলের সকলেই চিনতেন তাঁর গবেষণার সুবাদে। এত ভালো একজন প্রতিবেশীকে হারিয়ে শোকস্তব্ধ তাঁরা।
