আন্তর্জাতিক

হার্ভার্ডের ডিন ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত

বিশ্বের প্রথমসারির বিজনেস স্কুলের মধ্যে যে প্রতিষ্ঠানের নাম একেবারে শুরুতে নেওয়া হয় তা অবশ্যই হার্ভার্ড বিজনেস স্কুল। এই প্রতিষ্ঠানের পরবর্তী ডিন হিসেবে ফের একবার নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক শ্রীকান্ত দাতার। সেই যেন চাণক্য শ্লোকের বাস্তবায়ন। ‘‌গুনা সর্বত্র পুজ্যেতে.‌.‌.‌.‌.‌.‌’‌। তাঁর আগে এই পদে ছিলেন আরও একজন কৃতী ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি নীতীন নোহরিয়া।
জানা গিয়েছে, এখন শ্রীকান্ত দাতার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আর্থার লোওয়েস ডিকিনসন অধ্যাপক এবং হার্ভার্ড বিজনেস স্কুলের ইউনিভার্সিটি আফেয়ার্সের সিনিয়র অ্যাসোসিয়েট ডিন। হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন পদের দায়িত্ব তিনি নেবেন ২০২১ সালের ১ জানুয়ারি।
এদিন হার্ভার্ড বিজনেস স্কুলের সভাপতি ল্যারি ব্যাকাউ তাঁর নিয়োগের কথা ঘোষণা করার সময় বলেন, ‘শ্রীকান্ত দাতার একজন ইনোভেটিভ এডুকেটর, প্রখ্যাত স্কলার এবং গভীর অভিজ্ঞতাপূর্ণ আকাডেমিক লিডার। বিজনেস শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে তাঁর ভাবনাচিন্তা সুদূরপ্রসারি।’
১১২ বছরের ইতিহাসে শ্রীকান্ত দাতার হতে চলেছেন হার্ভার্ড বিজনেস স্কুলের ১১তম ডিন। প্রতিষ্ঠানের ইতিহাসে এই প্রথমবার পরপর দু’জন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক ডিন হচ্ছেন। ১৯৭৩ সালে বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে ডিসটিংশন নিয়ে স্নাতক ডিগ্রি পান দাতার। পেশায় চার্টার্ড অ্যাকাউট্যান্ট দাতার বিজনেস ম্যানেজমেন্ট পড়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ থেকে। এছাড়াও স্ট্যানফর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে স্ট্যাটিসটিক্স, ১৯৮৪ সালে অর্থনীতি এবং ১৯৮৫ সালে বিজনেসে পিএইচডি করেন।