বাংলাদেশ

ঢাকায় নতুন ভারতের হাই–কমিশনার

বাংলাদেশে ভারতের নতুন হাই–কমিশনার হচ্ছেন কূটনীতিক বিক্রম দোরাইস্বামী। তিনি আগামী ৫ অক্টোবর ঢাকায় আসছেন। ভারতের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। ভারত–বাংলাদেশ নতুন নতুন প্রকল্প বাস্তবায়িত করতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। একাধিক প্রকল্প ইতিমধ্যেই দু’‌দেশের মধ্যে আলোচনা হয়েছে।
জানা গিয়েছে, আগামী ৩ অক্টোবর দিল্লি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিক্রম দোরাইস্বামী। এর পর ত্রিপুরা হয়ে আগামী ৫ অক্টোবর ঢাকায় পৌঁছবেন তিনি। আগামী ৮ অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদের কাছে তিনি পরিচয়পত্র পেশ করবেন। এই নতুন হাই–কমিশনার আসলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
ঢাকায় ভারতের হাই–কমিশনার হওয়ার আগে ১৯৯২ ব্যাচের আইএফএস বিক্রম দোরাইস্বামী ভারতের বিদেশ মন্ত্রকে অতিরিক্ত সচিব হিসেবে আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগের ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন বিক্রম দোরাইস্বামীর বাবা বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি মিত্রবাহিনীর পাশাপাশি থেকে তৎকালীন পশ্চিম পাকিস্তান সীমান্তে যুদ্ধ করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়েছেন এই কূটনীতিক।