দেশ লিড নিউজ

ভারতীয় নৌসেনার হাতে মার্কিন কপ্টার

আমেরিকা থেকে ভারতে এল অত্যাধুনিক বহুমুখী ক্ষমতাসম্পন্ন দু’টি এমএইচ–৬০ আর মাল্টি রোল হেলিকপ্টার। নিঃসন্দেহে এই হেলিকপ্টারের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী হল ভারতীয় নৌসেনা। সান দিয়েগোতে মার্কিন নৌসেনা ঘাঁটিতে এই হেলিকপ্টার ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। মোট ২৪টি হেলিকপ্টারের বরাত দিয়েছে ভারত। যার মূল্য ২৪০ কোটি মার্কিন ডলার।
এই অত্যাধুনিক হেলিকপ্টার ভারতের কাছে আসায় নৌসেনার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। একইসঙ্গে ভারতঁ–মার্কিন সামরিক সম্পর্ক ও অংশীদারির ক্ষেত্রেও নতুন যুগের সূচনা বলে একে চিহ্নিত করা হচ্ছে। আগামীদিনে মার্কিন নৌসেনা ভারতকে সবরকম সহায়তা করবে শক্তিবৃদ্ধির ক্ষেত্রে।

ভারতের তরফে হাজির ছিলেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। তিনি বলেন, ‘‌সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য এই হেলিকপ্টারের সংযোজন ভারত–মার্কিন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করে তুলবে। ভারত–মার্কিন বন্ধুত্ব আকাশ ছুঁতে চলেছে।’
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের এই হেলিকপ্টার কেনার ব্যাপারে চুক্তি হয়েছিল‌। সীমান্তে পাকিস্তানের পাশাপাশি চিনের সঙ্গেও উত্তেজনার কথা মাথায় রেখে সেনাবাহিনীর তিনটি বিভাগকেই আরও শক্তিশালী করে তুলতে চায় ভারত। এই নতুন ধরনের হেলিকপ্টার হাতে আসায় এক ধাপ এগিয়ে গেল দেশ।