আন্তর্জাতিক

আমেরিকায় কারাদণ্ড হল ভারতীয় প্রতারকের

চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। আর ধরা পড়লে?‌ এবার সেটাই জানা গিয়েছে। খোদ আমেরিকায় বসে ২০০ জন মার্কিন নাগরিককে ঠকিয়ে তাঁদের কাছ থেকে অন্তত ১৫০০০০ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছেন এক ভারতীয়। ফলে খেলেছিলেন ভালই। কিন্তু সেই ধরা পড়ে গেলেন। আর এই অপরাধে আমেরিকায় এক বছরের কারাদণ্ড হল তাঁর। ওই ভারতীয়ের নাম আনিখান ইউসুফখান পাঠান।
গুনোকীর্তন এখানেই শেষ নয়। ২৯ বছরের পাঠান স্ট‌ুডেন্ট ভিসা নিয়ে আমেরিকা যান। আর ডোনাল্ড ট্রাম্পের দেশে বসেই ভারতে তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করে মার্কিন নাগরিকদেরই ঠকানোর পরিকল্পনা করেন। এবার আমেরিকার বাসিন্দাদের কাছ থেকে তিনি ডলার হাতিয়ে নেন। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ার ইউএস অ্যাটর্নি জি টারউইলিগার জানান, ইউসুফখান পাঠান একটি আন্তর্জাতিক চক্রের ফ্রড স্কিমে যোগ দেন। ২০০ জন কঠোর পরিশ্রমী মার্কিনির অর্থ তিনি হাতিয়ে নেন।
এই যুবক ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে মানুষের থেকে বহু অর্থ গায়েব করে দেন পাঠান। কোনও কোনও ক্ষেত্রে আবার ব্যবসা করার কথা বলে ভুয়ো সংস্থা দেখিয়েও অর্থ হাতিয়ে নেন তিনি। এই চক্রান্তকারীরা মানিগ্রাম এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মতো মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। পাঠানের নিজের অন্তত ৬৭টি ভুয়ো আইডি রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। প্রতি আইডি কার্ডেই আলাদা আলাদা কাল্পনিক নামের সঙ্গে তাঁর ছবি ব্যবহার করা হয়। মানি ট্রান্সফার সার্ভিসের মাধ্যমে অন্যের টাকা হাতিয়ে নিতে এই ভুয়ো আইডিগুলি ব্যবহার করতেন পাঠান।
পরিকল্পনা অনুযায়ী, হাতিয়ে নেওয়া অর্থের একটা অংশ নিজের কাছে রেখে দিতেন ইউসুফখান পাঠান। বাকি অংশটা কোনও অজানা ব্যক্তির অ্যাকাউন্টে পাঠাতেন। সেই টাকা চলে আসত ভারতে অন্য ষড়যন্ত্রকারীদের কাছে। ২০১৭ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ২০০টি ট্র্যানস্যাকশন হয়েছে। কয়েকশো মার্কিন নাগরিকের কাছ থেকে ১৫০০০০ মার্কিন ডলার সংগ্রহ করেন পাঠান।