এবার ভারতীয় ফুটবলের প্রশংসা শোনা গেল আর্সেন ওয়েঙ্গারের গলায়। ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের প্রাক্তন কোচ বলেছেন, ভারতীয় ফুটবল সোনার খনি। ফিফার অ্যাকাডেমির উদ্বোধন করতে সোমবার ভারতে এসেছেন ওয়েঙ্গার। ভারতীয় ফুটবল সম্পর্কে ইতিবাচক কথাই শোনা গিয়েছে পোড়খাওয়া এই কোচের গলায়।
তিনি বলেছেন, “এদেশের ফুটবলের উন্নয়ন করা শুধু লক্ষ্য নয়। পাশাপাশি ভারতকে বিশ্ব ফুটবলের মানচিত্রে জায়গা করে দেওয়া একমাত্র লক্ষ্য আমাদের। আমার আজকের এই কথাগুলিকে মনে রাখবেন সকলে। ভারত ও ভারতীয় ফুটবল নিয়ে আমি উচ্ছ্বসিত। আমার এটা ভেবে বিস্মিত লাগছে যে ১৪০ কোটির দেশ ফুটবল মানচিত্রে নেই। ভারতে গুণগত ফুটবলারের খামতি নেই। সুযোগ পেলে তাঁরা অসাধারণ হয়ে উঠতে পারে। আমরা আশাবাদী। এই দেশ ফুটবলের সোনার খনি। যা থেকে ফুটবলের সোনা উৎপন্ন করতে হবে।”