বাংলাদেশ

পণ্য রফতানি বন্ধের হুঁশিয়ারি

গ্রামের নাম হিলি। ১৯৪৭ সালের ভারত ভাগের সময় গ্রামটি দ্বিখণ্ডিত হয়। রেলস্টেশন ও বাজার পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে আর বসবাসের বাড়িঘর পড়ে ভারতে। হিলির পশ্চিমাংশ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় আর পূর্বাংশ অধুনা বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায়, যেখানে রয়েছে হিলি স্থলবন্দর।
১৯৮৬ সালে হিলি স্থলবন্দর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ যাতায়াতের পাশাপাশি চালু রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। ইদানীং করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়ে যাওয়া দুশ্চিন্তায় রয়েছেন প্রশাসন ও ব্যবসায়ী মহল। বন্দরে ভারতীয় ট্রাকচালকদের করোনার নেগেটিভ রিপোর্ট, দিনে ৫০ ট্রাক পণ্য আমদানি, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমদানি–রফতানি চালুর সিদ্ধান্ত নেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
কিন্তু এমন শর্ত মানতে নারাজ ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশের একক সিদ্ধান্তে অপমানবোধ করছেন তাঁরা। তাঁরা চান স্বাভাবিক সময়ের মতোই তাঁদের ট্রাকচালকদের যাতায়াত করতে দিতে হবে। বুধবার থেকে পণ্য রফতানি রন্ধ করে দেবেন তাঁরা। বুধবার থেকে হিলি বন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধের কথা জানিয়ে দেন তাঁরা।
হিলি স্থলবন্দর আমদানি–রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ সংবাদমাধ্যমকে জানান, হিলি এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধে সরকারের নির্দেশ মেনে সীমিত পরিসরে আমদানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠি পাঠিয়ে অবহিত করা হয়। কিন্তু শর্ত মানতে নারাজ তাঁরা। চারটি শর্ত জুড়ে দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, এই সব শর্ত বাংলাদেশের ব্যবসায়ীরা যদি মেনে না নেন, তা হলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য রফতানি বন্ধ রাখবেন তাঁরা।