খেলাধুলা লিড নিউজ

সঙ্কটমুক্ত ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ

সঙ্কটমুক্ত ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতীয় দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটার। ভর্তি করা হয় দেরাদুনের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে।

শুক্রবার পন্থের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের এমআরআই করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, দুটি রিপোর্টই স্বাভাবিক এসেছে। ডান হাঁটুর লিগামেন্ট ও ডান গোড়ালিতে আঘাতের জায়গায় স্প্লিনটেজ বা অত্যাধুনিক প্লাস্টার দেওয়া হয়েছে। পন্থের পিঠে একাধিক স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ডান কব্জিতে চোট গুরুতর। কপাল এবং চোখের ভ্রূর উপরেও বেশ কিছুটা ক্ষত হয়ছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে তার চোখ দুটি। অস্থিবিশেষজ্ঞ ও প্লাস্টিক সার্জনদের একটি দল বিশেষ পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় ক্রিকেটারকে।

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, এখনও ঋষভের শরীরের একাধিক জায়গায় ব্যথা রয়েছে। শনিবার গোড়ালি ও হাঁটুর এমআরআই করা হবে। মুখের ও শরীরের বিভিন্ন ক্ষতস্থানে করা হবে প্লাস্টিক সার্জারি।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে দিল্লি-দেরাদুন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার। তাঁর মার্সিডিজ গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। উল্টে যায় গাড়িটি। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। স্থানীয় কিছু লোকজনের তৎপরতায় রক্ষা পান ভারতীয় উইকেট রক্ষক। শরীরের একাধিক স্থানে আঘাত পান পন্থ। সম্ভবত গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন পন্থ। আর তাতেই ঘটে এই বিপত্তি।