লাদাখে তুষারধসে এক সেনা জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর, সোমবার লাদাখের মাউন্ট কুনে তুষারধসে ভারতীয় সেনা পর্বতারোহীদের একটি দল আটকে যাওয়ার পর একজন সেনা জওয়ান মারা গিয়েছেন এবং তিনজন নিখোঁজ হয়ে যান।
ভারতীয় সেনা কর্মকর্তাদের মতে, রবিবার হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল (HAWS) এবং ভারতীয় সেনাবাহিনীর আর্মি অ্যাডভেঞ্চার উইং থেকে প্রায় ৪০ জন সেনা সদস্যের একটি দল মাউন্ট কুন (লাদাখ) এর কাছে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে নিযুক্ত ছিল। এই সময়ে তুষারধসে চরম বিপত্তি নেমে আসে।
সেনা আধিকারিকরা জানিয়েছেন দুর্ভাগ্যবশত, লাদাখে তাদের প্রশিক্ষণে আরোহণের সময় দলটি একটি অপ্রত্যাশিত তুষারপাতের মুখোমুখি হয়েছিল। তাঁরা জানান,“আমাদের চারজন নিবেদিত কর্মী নীচে আটকা পড়েছে। তুষারধসে নিহত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।” সেনাবাহিনীর তরফে আরও জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া এবং ভারী তুষারপাত সত্ত্বেও বিপুল তুষারস্তুপের নিচে আটকে পড়া মানুষদের সন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
You must be logged in to post a comment.