‘তুমি অধম হলে আমি উত্তম হবো না কেন’। এই প্রবাদের ওপর ভর করেই চিনকে মানবিক পরিচয় দিল ভারত। বলা যেতে পারে, ভারতীয় সেনাবাহিনী যে উত্তম তার পরিচয় দেওয়া হল। অরুণাচল প্রদেশে ভারত–চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ১০০ কিলোমিটার দূরে এলাকা থেকে ৫ জন ভারতীয় যুবককে চিনের সেনা অপহরণ করেছে বলে অভিযোগ। অপহৃতদের খুঁজতে ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে অরুণাচল প্রদেশের পুলিশ।
এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় প্রাণ বাঁচল তিন চিনের নাগরিকের। উত্তর সিকিমে রাস্তা হারিয়ে ফেলা চিনের নাগরিকদের পাশে দাঁড়ালেন ভারতীয় জওয়ানরা। চিনের নাগরিকদের খাবার এবং ওষুধ দেওয়ার পাশাপাশি সঠিক রাস্তা খুঁজতেও সাহায্যে করে মানবিকতার পরিচয় দিল এই দেশের সেনা।
সেনাবাহিনী সূত্রে খবর, উত্তর সিকিমের ১৭,৫০০ ফিট উচ্চতায় চরম ঠাণ্ডায় পথ হারিয়ে কাহিল হয়ে পড়েছিলেন তিন চিনের নাগরিক। তাঁদের উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী। ঘটনাটি ৩ সেপ্টেম্বরের। তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পথ হারানো নাগরিকদের সাহায্য করেন জওয়ানরা। তাঁদের গরম কাপড়, খাবার, ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। সুস্থ হয়ে উঠলে চিনের নাগরিকদের প্রকৃত রাস্তা বুঝিয়ে দেন ভারতীয় জওয়ানরা।
হিমাঙ্কের নীচে তাপমাত্রায় দুই চিন পুরুষ ও এক মহিলার সাহায্যে এগিয়ে আসে সেনা। প্রতিকূল পরিবেশে ওই তিনজন একেবারেই কাহিল হয়ে পড়েছিলেন। ভারতীয় সেনাবাহিনী চাইলেই প্রতিশোধ নিতে পারত। কিন্তু তা করেনি। অথচ গত জুন মাসে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষ হয়। দীর্ঘ ৪৫ বছর পর দু’দেশের সীমান্ত সংঘর্ষে সেনার মৃত্যু হয়। ভারতের পক্ষে কর্নেল–সহ ২০ জন এবং চিনের পক্ষে ৪৩ জনের হতাহতের খবর পাওয়া গিয়েছিল।