দেশ ব্রেকিং নিউজ

ভারতীয় সেনা পাক প্রদেশে

ভারত–পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের সেতু তৈরি হয়েছে। সব ঠিকঠাক চললে এই বছরের শেষ দিকে সেনা মহড়ায় অংশ নিতে পাকিস্তান যেতে পারে ভারতীয় সেনাবাহিনী। খাইবার পাখতুনওয়ার নৌশেরা জেলায় জঙ্গি দমনের মহড়ায় পাকিস্তান সেনার পাশাপাশি অংশ নিতে দেখা যেতে পারে ভারতীয় সেনাকে। সাংঘাই কো–অপারেশন অর্গানাইজেশনের উদ্যোগে এটা হতে পারে।
ভারত–পাকিস্তানের সম্পর্কের উন্নতিতে আরও কিছু ব্যাপার দেখা যাচ্ছে। প্রায় আড়াই বছর পর, মঙ্গলবার পাকিস্তান অফিসারদের একটি দল দিল্লি পৌঁছেছে। সিন্ধু নদীর জলবন্টনের স্থায়ী উদ্যোগ নিয়ে দুই দেশের মধ্যে দু’দিনের বৈঠক হয়। ৩০ মার্চ কাজাকিস্তানের রাজধানীতে হার্ট এশিয়া কনফারেন্সে রয়েছে। সেখানে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ও পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারির পর ভারত–পাকিস্তান সীমান্তে কোনও গোলাগুলি চলেনি। সংঘর্ষবিরতি চুক্তিকে এগিয়ে নিয়ে যেতে দুই দেশের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, সেটা সফল হচ্ছে। দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে মঙ্গলবার পাকিস্তান দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তান দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।