দেশ ব্রেকিং নিউজ

মিগ–২১ ভেঙে মৃত্যু পাইলটের

ফের আকাশের বুকে দুর্ঘটনার শিকার ভারতীয় সেনার মিগ–২১। এদিন ভোর রাতে পাঞ্জাবের মোগায় এই বিমান ভেঙে পড়ে। জানা গিয়েছে, রুটিন ট্রেনিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি। ঘটনায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বায়ুসেনা৷ বায়ুসেনার পক্ষ থেকে একটি টুইট করে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়।
জানা গিয়েছে, শুক্রবার ভোর ৫টা নাগাদ পাঞ্জাবের মোগের বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়েই আচমকা ভেঙে পড়ে মিগ–২১ যুদ্ধবিমান। প্রাণ গিয়েছে চালকের। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে বায়ুসেনার তরফে। নিহত পাইলটের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বায়ুসেনা। মিগ–২১ যুদ্ধজাহাজের এই ভেঙে পড়া নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বায়ুসেনা। জোর শোরগোল পড়ে গিয়েছে।
বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাল্টা যেদিন ভারতের আকাশ সীমায় পাকিস্তানি সেনা ঢোকার চেষ্টা করেছিল, সেদিন তাদের ধাওয়া করে অসম সাহসিকতার সঙ্গে ভারতের বীরযোদ্ধা অভিনন্দন বর্তমান মিগ বাইসন নিয়ে এগিয়ে যান মাঝ আকাশে। এদিনও খবরে ভারতীয় সেনার সেই বাইসন এয়ারফ্রাফ্ট। চলতি বছরে এই নিয়ে মোট তিনবার বিপর্যয়ের কবলে পড়েছে এই যুদ্ধবিমান। গত মার্চ মাসে সেই ঘটনায় প্রাণ হারান বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার। ফ্লাইং কফিন তকমা পাওয়া এই বিমান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে বহু পাইলটের। তবে মিগ–২১ যুদ্ধবিমান ভারতীয় সেনার অনেক সাফল্যের সঙ্গীও। কার্গিল যুদ্ধ যার অন্যতম উদাহরণ।
এদিন টুইটে বায়ুসেনার পক্ষ থেকে লেখা হয়, গত রাতে পশ্চিম সেক্টরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে আইএএফ–এর বাইসন বিমান। পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীকে মারাত্মক ভাবে আহত হয়ে মারা যান। আইএএফ এই মর্মান্তিক ক্ষতির জন্য শোকপ্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে আছে।