প্যারালিম্পিকে ভারতকে পঞ্চম সোনা এনে দিলেন প্যারা অ্যাথলিটরা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভারত পেল দুটি সোনা। পুরুষদের ক্লাব থ্রোয়ের এফ ৫১ বিভাগে সোনা জিতলেন ধরমবীর। ৩৪.৯২ মিটার দূরে থ্রো করে সোনা জেতেন তিনি। কেবল সোনা জেতা নয়, এদিন এশিয়ান রেকর্ডও গড়েছেন ধরমবীর। উল্লেখ্য, গত দুই প্যারালিম্পিকে কোনেও পদক জিততে পারেননি ধরমবীর।
এই একই ইভেন্টে রুপো জিতলেন ভারতের প্রণব সুরমা। আর এদিনই তিরন্দাজিতে ভারতকে সোনা এনে দিলেন হরবিন্দর সিং। টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরছেন তিনি। তার পর ক্লাব থ্রোয়ে জোড়া পদক।
প্যারালিম্পিকের সপ্তম দিনে সোনা জিতে ইতিহাস গড়েছেন হরবিন্দর সিং। তিরন্দাজিতে প্যারালিম্পিকে ভারতের এটিই প্রথম সোনা জয়। শুধু তাই নয়, অলিম্পিকেও এখনও অবধি কোনও আর্চার সোনার পদক পাননি। সেখানে হরবিন্দর প্যারালিম্পিকে দেশের সোনার স্বপ্নপূরণ করলেন।
সবমিলিয়ে চলতি প্যারালিম্পিকে ভারত এখনও পর্যন্ত পেল ২৪টি পদক। একটি প্যারালিম্পিক থেকে এত বেশি পদক ভারত আগে কখনও পায়নি।