খেলাধুলা ব্রেকিং নিউজ

৪১ বছর পর ইতিহাস, অলিম্পিক হকিতে ব্রোঞ্জ জিতল ভারত

জার্মানিকে উড়িয়ে অলিম্পিক হকিতে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল। ক্রিকেট, ফুটবলের উন্মাদনার মধ্যে যেন হারিয়েই গিয়েছিল হকির গরিমা। কিন্তু মনপ্রীত, সিমরনজিৎরা লড়াই কিছুটা ফিরিয়ে দিলেন এবারের অলিম্পিকে পদক জিতে।

বৃহস্পতিবার ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিকে জার্মানির বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে। ম্যাচের শুরুতেই এক গোলে পিছিয়ে যায় মনপ্রীতরা। কিন্তু সিমরনজিতের গোলে লড়াইয়ে ফেরে ভারত। জার্মানি ফের লিড নিলেও ভেঙে পড়েনি দল। এক সময় ১-৩ পিছিয়ে ছিল ভারত। কিন্তু এদিন ম্যাচ জিতে মাঠ ছাড়ার পন নিয়েছিল ভারতীয় দল। পরপর দুই গোল শোধ করে ম্যাচে ফিরে আসেন তাঁরা। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ভারত। গোল করতে ভুল করেননি রূপিন্দর পাল সিংহ। ম্যাচে প্রথম বার ৫-৩ গোলে এগিয়ে যায় ভারত। এরপর জার্মানি বেশ কয়েকটি আক্রমণ সানালেও ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ যেন এদিন অপ্রতিরোধ্য ছিল। তবুও শেষ মুহূর্তে ভারত একটি গোল খেল। ম্যাচ শেষ হয় ৫-৪ গোলে। ৪১ বছর পর ভারত অলিম্পিক হকিতে পদক পেল।