খেলাধুলা ব্রেকিং নিউজ

এশিয়ান গেমসে ফের পদক জয় ভারতের: সোনা জিতলেন কউর সামরা, তৃতীয় পদক আশি চৌকসির

এশিয়ান গেমসের চতুর্থ দিনেও পদক জয় ভারতের। বুধবার সকালে আরও একবার দেশের নাম উজ্জ্বল করলেন শ্যুটাররা। মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রতিযোগিতার ৩ পজিশনসের ব্যক্তিগত ইভেন্টে এল জোড়া পদক। পঞ্চম সোনা জিতলেন সিফট কউর সামরা। ব্রোঞ্জ জিতলেন আশি চোক্সি। একটি শটের ব্যবধানে রূপো হাতছাড়া হয় আশির। এই প্রতিযোগিতার দলগত বিভাগে ভারতকে রূপো এনে দিয়েছিলেন সিফট-আশি জুটি। এবার ব্যক্তিগত বিভাগেও পদক আনলেন এই দুই ভারতীয় শ্যুটার।

এই প্রতিযোগিতায় তিনটি পজিশনে থেকে প্রতিযোগীকে লক্ষ্যভেদ করতে হয় শ্যুটারদের। প্রথমটি হাঁটু মুড়ে বসে, যাকে বলা হয় ‘নিলিং’। দ্বিতীয়টি পেটের উপর ভর দিয়ে শুয়ে, যাকে বলে ‘প্রোনিং’। শেষটি হল দাঁড়িয়ে, যাকে বলা হয় ‘স্ট্যান্ডিং’। প্রথম দুটি পজিশনে একজন শ্যুটার মোট ৩ রাউন্ড লক্ষ্যভেদ করার সুযোগ পান। স্ট্যান্ডিং পজিশনে শুরু হয় নকআউট।

নিলিংয়ের তিনটি রাউন্ড মিলিয়ে সিফট স্কোর করেন ১৫৪.৬। প্রোনিংয়ে সিফট তোলেন মোট ১৭২.৫ স্কোর। দুটি বিভাগে সিফটের স্কোর দাঁড়ায় ৩১২.৫। অপরদিকে নিলিংয়ে তিনটি রাউন্ড মিলিয়ে আশি স্কোর করেন ১৫২.৫। প্রোনিংয়ে তিনটি। রাউন্ড মিলিয়ে আশির স্কোর ছিল ১৬৯.৩। দুই রাউন্ড মিলিয়ে আশির স্কোর ৩১১.৬।

নকআউট রাউন্ডে সবাইকে ছাপিয়ে যান সিফট। খারাপ শুরু করেননি আশিও। প্রথম থেকে এক ও দুই নম্বরে ছিলেন ভারতের দুই শ্যুটার। তবে নিজের শেষ শটে তাল কাটে আশির। দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে যান তিনি। যদিও স্নায়ু চাপ ধরে রেখে বাজিমাত করেন সিফট। রেকর্ড ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে ভারতের হয়ে প্রতিযোগিতার পঞ্চম সোনার পদকটি নিশ্চিত করেন সিফট।