তিরন্দাজীতে ফের সোনা ভারতের। মেয়েদের দলগত কম্পাউন্ডে সোনা জয় দিয়ে দিনের শুরু করে ভারত। সেই ধারা বজায় রেখে ছেলেদের দলগত কম্পাউন্ড তিরন্দাজীতে সোনা জিতল ভারত। ভারতের হয়ে সোনা জেতেন অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধান। তাঁরা হারায় দক্ষিণ কোরিয়াকে। ম্যাচের ফল ভারতের পক্ষে ২৩৫-২৩০।
দিনের শুরুতে চাইনিজ তাইপেইকে হারিয়ে সোনা জিতেছিল ভারতের মেয়ে তিরন্দাজরা। তবে সেই ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল তাঁদের। ম্যাচের ফয়সালা হয়েছিল মাত্র ১ পয়েন্টের ব্যবধানে। তবে ভারতের ছেলেরা ওই একই ইভেন্টে জিতল বেশ দাপট দেখিয়ে। ফাইনালে ভারতের মুখোমুখি হয় শক্তিশালী দক্ষিণ কোরিয়া। প্রথম সেটে বড় ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় তিরন্দাজরা। খেলার ফল ছিল ভারতের পক্ষে ৫৮-৫৫। দ্বিতীয় সেট ১ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় সেটের ফল ভারতের পক্ষে ৫৮-৫৯। যদিও ব্যবধান ১ পয়েন্ট হওয়ায় মোট পয়েন্টের দিক থেকে এগিয়ে ছিল ভারত। তৃতীয় সেটে দক্ষিণ কোরিয়াকে আরও পিছনে ফেলে অভিষেক, ওজাস, প্রথমেশরা। ৫৯-৫৭ পয়েন্টে এই সেট জেতে তাঁরা।
এই সেটের শেষে মোটের বিচারে ১৭৫-১৭১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল ভারত। ফলে চতুর্থ বা শেষ সেটে কিছুটা অ্যাডভান্টেজ ছিল ভারতের। শেষ সেটে নিজেদের ছাপিয়ে যান অভিষেক, ওজাস, প্রথমেশরা। শেষ সেটে ভারত জয় পায় ৬০-৫৯ পয়েন্টে।