খেলাধুলা ব্রেকিং নিউজ

এশিয়ান গেমসে জোড়া সোনা জয় ভারতের

এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। স্কোয়াশের মিক্সড ডাবলসে সোনা জিতল ভারত। ভারতের হয়ে সোনা জয় নিশ্চিত করেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিংহ সান্ধু। মালয়েশিয়ার প্রতিপক্ষকে ফাইনালে হারালেন দীপিকা-হরিন্দর জুটি। ফাইনালে খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ১১-১০, ১১-১০।

বৃহস্পতিবার দিনের দ্বিতীয় সোনাটি নিশ্চিত করলেন এই ভারতীয় জুটি। এদিন হাড্ডাহাড্ডি ম্যাচে দ্বিতীয় সোনা জয় ভারতের। প্রথমে মেয়েদের কম্পাউন্ড তীরন্দাজির দলগত বিভাগে সোনা এসেছিল ভারতের ঝুলিতে। ওই ম্যাচেও চাইনিজ তাইপেইয়ের জুটির সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করতে হয় ভারতীয় তীরন্দাজদের।

স্কোয়াশে মালেশিয়ান জুটির বিরুদ্ধে কঠিন লড়াই করতে হল ভারতীয় স্কোয়াশ দলকে। ভারতীয় জুটিকে জোর টেক্কা দিলেন মালয়েশিয়ার আজ়মান আইফা এবং মহম্মদ কামাল জুটি। যদিও দিনের শুরুটা ভালো হয়নি তাঁদের। ফাইনালের অনেকটা পিছিয়ে পড়ে শুরু করেন দীপিকারা। একটা সময়ে ২-৫ ব্যবধানে পিছিয়ে যায় ভারত। তবু চাপের মুখে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচ বের করে নিলেন দীপিকা-হরিন্দর জুটি। চলতি এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে দ্বিতীয় সোনা জিতল ভারত। এই খেলায় এখনও পর্যন্ত মোট ৪ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। এবারের এশিয়ান গেমসে ২০তম সোনা জয় ভারতের।