ভারতে ৮ সপ্তাহের লকডাউন প্রায় ৩৪–৭৬ দিনের জন্যে পিছিয়ে দিয়েছে এদেশে করোনা সংক্রমণের শীর্ষে পৌঁছনো। ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ছাড়িয়েছে। এখনও পর্যন্ত দেশে ৯ হাজার ৫২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১১ হাজার ৫০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি।
এক সমীক্ষার ভিত্তিতেই আইসিএমআর–এর গবেষকদের আশঙ্কা, চলতি বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেশে করোনার সংক্রমণ শীর্ষে পৌঁছতে পারে। গবেষকদের দাবি, ৩৪ দিনের পরিবর্তে ৭৬ দিনের লকডাউন জারি করা উচিত। না হলে নভেম্বর মাসে ভারতে করোনা সংক্রমণ ৬০ শতাংশ থেকে বেড়ে ৯৭ শতাংশে পৌঁছে যেতে পারে।
সঠিক পদক্ষেপ গ্রহণ করলে কমবে আইসিইউ এবং ভেন্টিলেটরের চাহিদাও। তাও প্রায় ৮৩ শতাংশ। এখানে আরও একটি কথার উল্লেখ করা হয়েছে—কোনওরকম ‘ইন্টারভেনশন’ ছাড়া করোনা সংক্রমণ সামলানোর খরচ পড়বে জিডিপি’র ৪.৫ শতাংশ। তাঁদের দাবি, জুলাই মাসেই দেশের করোনা পরিস্থিতি চরমে পৌঁছে যেতে পারত। তবে লকডাউন দীর্ঘায়িত করার ‘সুফল’ হিসাবে এই সঙ্কটকে মাসখানেক পিছিয়ে দেওয়া গিয়েছে।
সমীক্ষা বলছে, নভেম্বর মাসে দেশে আক্রান্তের সংখ্যা এতটাই বেড়ে যাবে যে ভেন্টিলেটর–সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী নিয়ে রীতিমত টানাটানি পড়ে যাবে। তাই আসন্ন বিপদের কথা মাথায় রেখে হাসপাতালগুলির আইসিইউতে বেডের সংখ্যা বাড়ানো উচিত বলে মনে করছেন ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’–এর গবেষকরা।