১২ বছর পর ফের বিশ্বকাপের ফাইনালে ভারত। ১২ বছর আগে যে মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া, সেখানেই নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন রোহিত শর্মারা। এবার তাদের গন্তব্য আমেদাবাদ। আগামী রবিবার প্রতিপক্ষ কারা? দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, জানতে হলে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত।
চার বছর আগের বদলা পূরণ করে ফাইনালে উঠল ভারত। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষততে মলম দিল ভারত। এদিন নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। বৃহস্পতিবার ইডেনে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি। টিসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া সেখানে লড়াই যে টানটান তা বলার অপেক্ষা রাখে না। আজকের এই ম্যাচের বিজয়ী দল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে।