দেশ লিড নিউজ

‘‌কৌশলী ভারত, পাকিস্তান–চিনকে সমান গুরুত্ব’‌

চিন বা পাকিস্তান কারও সঙ্গেই সম্পর্ক ভাল হচ্ছে না ভারতের। কারণ দুই দেশই ভারতকে কোণঠাসা করার জন্য এগিয়ে আছে। পশ্চিমে নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তান। পূর্বে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চিন। ভারতের দিকে অস্ত্র তাক করে বসে রয়েছে। এই পরিস্থিতিতে দু’‌পক্ষকে মোকাবিলা করা বেশ চ্যালেঞ্জের। এদের মধ্যে কে বেশি বিপজ্জনক? পাকিস্তান নাকি চিন? এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর স্পষ্ট বার্তা, ভারতের জন্য পাকিস্তানের তুলনায় অনেক বড় বিপদ চিন। তিনি বলেন, ‘দুই সীমান্তেই আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তবে শক্তিশালী প্রতিবেশীকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের কাছে যে প্রতিবেশী বেশি শক্তিশালী, যার কাছে দক্ষ বাহিনী, অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সেই প্রতিবেশীকে তো অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে।’ সেক্ষেত্রে তিনি সরাসরি না বললেও চিনের দিকেই মন্তব্য তাক করেছেন।

ওই সাক্ষাৎকারে পাকিস্তানের উদ্দেশে জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘অপর প্রতিবেশীকেও হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ তাদের সঙ্গে সন্ত্রাসবাদীরা রয়েছে। যদি কারগিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অবশ্যই আমাদের পশ্চিম দিকের প্রতিবেশী বিপজ্জনক হতে পারে।’ পাকিস্তানকে তিনি হালকাভাবে নিতে চাইছেন না। কারণ পুলওয়ামা, উরি, পাঠানকোট এবং মুম্বইয়ে জঙ্গি হামলা করেছে পাকিস্তান। তাই পাকিস্তানকেও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ভারত তা বুঝিয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের তৈরি কোয়াড গোষ্ঠীকে কি এশিয়ান ন্যাটো বলা যায়? প্রশ্নের উত্তরে জেনারেল বিপিন রাওয়াত স্পষ্ট জানান, এখন ইন্দো–প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখাই এই গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য। তবে ভবিষ্যতে কী হবে, সেই বিষয়ে জল্পনা জিইয়ে রাখেন তিনি। আর চিন–পাকিস্তান বাড়াবাড়ি করলে জবাব দেওয়া হবে তাও এদিনের বক্তব্য থেকেই পরিষ্কার।